
নির্বাচন নিয়ে সন্তুষ্ট না হলেও নতুন সরকারের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপ-মুখপাত্র মারি হার্ফ এ কথা বলেন।
মেরি হার্ফ বলেন, নতুন নির্বাচিত সরকারের সঙ্গে আমরা অবশ্যই কাজ করব। কিন্তু যেভাবে নির্বাচন হয়েছে, তাতে যে আমরা হতাশ- সে বিষয়টি ইতোমধ্যে আমরা স্পষ্ট করেছি।
তিনি বলেন, এ নির্বাচনে বাংলাদেশের মানুষের জনমতের গ্রহণযোগ্য প্রতিফলন ঘটেনি। কারণ নির্বাচনে প্রায় সবগুলো আসনেই প্রতিদ্বন্দ্বিতাহীন এবং নামকাওয়াস্তে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম অভিনন্দন জানায়। ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ও বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানি টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায়। পরে চিন, কম্বোডিয়া ও থাইলান্ডও বাংলাদেশের সরকারকে অভিনন্দন জানায়।
গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ২৩২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।