
নতুন বছরের প্রথম ১০ দিনে প্রবাসি বাংলাদেশিরা ৪৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। ডিসেম্বর মাসে মোট রেমিটেন্স পাঠিয়েছিলেন ১২১ কোটি ৬৪ লাখ ডলার। আর চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুন-ডিসেম্বর) রেমিটেন্স এসেছে ৬৭৭ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার।বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসের প্রথম তিন দিনে (১ থেকে ৩ তারিখ) রেমিটেন্স এসেছে ৯ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। ৪ থেকে ১০ তারিখের মধ্যে এসেছে ৩৩ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার।
আলোচ্য সময়ে রাষ্ট্রায়ত্ত্ব চারটি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৪ কোটি ৫১ লাখ মার্কিন ডলার।বিশেষায়িত চারটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ লাখ ডলার।বিদেশী ৯টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৪৯ লাখ মার্কিন ডলার এবং দেশীয় ৩৮টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।
প্রবাসিদের পাঠানো এ রেমিটেন্স সব চেয়ে বেশি এসেছে ইসলামী ব্যাংকের বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স এসেছে ১১ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এরপরের অবস্থান রাষ্ট্রায়ত্ত্ব অগ্রণী ব্যাংকের। প্রবাসিরা ৫ কোটি ৭ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছে ব্যাংকটির মাধ্যমে। তৃতীয় অবস্থানে থাকা সোনালী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। আর জনতা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার।