
সূচকের ঊর্ধ্বমুখী ধারায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)লেনদেন।সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার বেলা ১২ টা পর্যন্ত ডিএসইএক্স সূচক বেড়েছে ১২ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ। এই সময়ের মধ্যে লেনদেন হওয়া ৬০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৫০ পয়েন্টে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৬ কোটি ৮৫ লাখ টাকা।ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৪ টির কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সিএসই সার্বিক সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৬৬ পয়েন্টে।লেনদেন হয়েছে ১৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৮১ টির কমেছে ৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির।
এমআরবি/