
নতুন সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক শিল্প সমিতি (এফবিসিসিআই)। সোমবার নতুন সকারকে অভিনন্দন জানায় সংগঠনটি।
এফবিসিসিআই’র মহাসচিব মীর মাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী ও উন্নত সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে সক্ষম হবে। সেই সঙ্গে গত মেয়াদে সরকারের নেওয়া উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এফবিসিসিআই আরও আশা করে যে, দ্রুত পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্য ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বহুমুখী করার লক্ষ্যে সরকার সমন্বিত পদক্ষেপ নিবে। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবে এফবিসিসিআই।
জিইউ