দশম সংসদের প্রথম অধিবেশন ২৯ জানুয়ারি

সংসদ ভবন

sangshad-inside

আগামি ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সংসদের অধিবেশন আহবান করে থাকে রাষ্ট্রপতি।

সোমবার সংসদ সচিবালয় সূত্র এবং মন্ত্রিরপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

এ অধিবেশনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভাষণ দেবেন। এ অধিবেশনেই সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত করা হবে  স্পিকার ও ডেপুটি স্পিকার।

এর আগে, গত বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দশম জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন দশম সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের এমপিরা। এ ছাড়া জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদকে জাপার সংসদীয় দলের নেতার দায়িত্ব দেন জাতীয় পার্টির এমপিরা।

রোববার শপথগ্রহণ করেন ৪৯ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা।এদিনেই মন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়।

গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ২৩২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।