জব্দ হওয়া ৪২০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

Iran_4.2_billionযুক্তরাষ্ট্রে জব্দকৃত ৪২০ কোটি ডলার ফেরত পেতে যাচ্ছে ইরান। পি+১ এর সাথে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী এই অর্থ একাধিক কিস্তিতে ইরান সরকারকে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। খবর রয়টার্স বার্তা সংস্থার।

স্বাক্ষরিত চুক্তি অনুসারে ইরান সম্প্রতি পারমাণবিক প্রকল্পে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নিয়ে আসার ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে গতকাল ইরান সরকারের জব্দকৃত অর্থ ফেরত দেয়ার ঘোষণা দেন কেরি।

পারমাণবিক সক্ষমতা অর্জনে বিরত রাখার উদ্দেশ্যে অর্থনৈতিক অবরোধ আরোপের পর যুক্তরাষ্ট্র ইরান সরকারের এই অর্থ জব্দ করেছিল।

গতকাল এক বিবৃতিতে কেরি বলেন, চুক্তির অংশ হিসেবে জব্দকৃত ৪২০ কোটি মার্কিন ডলার আগামি ছয় মাসে একাধিক কিস্তিতে ইরানকে ফেরত দেওয়া হবে।

ইরান সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানান, আগামি মাসের প্রথম দিকে ইরান প্রথম কিস্তি বাবদ ৫৫ কোটি মার্কিন ডলার ফেরত পেতে পারে।

গত বছরের ২৪ নভেম্বর পি৫+১ বলে পরিচিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চিন, ফ্রান্স এবং জার্মানির সাথে ইরান ছয় মাসের যৌথ কর্মপরিকল্পনায় স্বাক্ষর করে। চলতি মাসের ২০ তারিখ থেকে এই চুক্তি কার্যকর হবে।