
জনগণকে সঙ্গে নিয়ে আইন লঙ্ঘনকারীদের মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন একাদশ সংসদের নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা আইন মানে না, গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের মোকাবেলা করবো। সাধারণ মানুষ শান্তি চায়। শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার আমরা তাই করবো।
নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য আর আমার কথা একই। আমরা কোনোভাবেই নৈরাজ্য সহ্য করব না
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ, র্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান প্রমুখ।
এসএসআর