সোমবার ট্রাস্ট ব্যাংকের লেনদেন চালু

  • mukto rani
  • January 12, 2014
  • Comments Off on সোমবার ট্রাস্ট ব্যাংকের লেনদেন চালু
Trust_bank

Trust_bank_logoবিশেষ সাধারণ সভা (ইজিএম)সংক্রান্ত রের্কড ডেটের পর ট্রাস্ট ব্যাংকের লেনদেন ১৩ জানুয়ারি সোমবার চালু হবে।আজ এই ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এ’ ক্যাটাগরির এই ব্যাংকটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এই ব্যাংকের মূল্য আয় অনুপাত বা পিই রেশিও রয়েছে ১৩ দশমিক ১৬।

 

এমআরবি/