সদরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

  • Emad Buppy
  • January 12, 2014
  • Comments Off on সদরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

ফরিদপুর ম্যাপফরিদপুরের সদরপুর উপজেলায় ঢেউখালী ইউনিয়নের বাবুরচর নয়াগ্রামে ট্রাক চাপায় ফারুক বেপারী (২৫) নামে এক মোটর সাইকেল নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেল আরোহী উজ্জ্বল মুন্সী (২২) আহত হয়েছে। রোববার বেলা চারটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গুরুতর আহত উজ্জ্বল মুন্সীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, বাবুরচর নয়াগ্রামের চান্দুবেপারীর পুত্র ফারুক বেপারী মোটর সাইকেলযোগে পিয়াজখালী বাজারে যাওয়ার পথে সদরপুর পিয়াজখালী সড়কে নয়াগ্রাম নামক স্থানে মেইন সড়কে উঠার সময় মাটি বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনা স্থলেই ফারুক নিহত হয়।

এআর