
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের আফতাব অটোমোবাইলসের ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগাকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আফতাব অটোমোবাইলস ৩১ আগস্ট ২০১৩ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ বোনাস এবং ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
এ বোনাস শেয়ার আজ ১২ জানুয়ারি, রোববার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ‘এ’ক্যটাগরির এই কোম্পানিটি ১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।বর্তমানে এই কোম্পানির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ২২ দশমিক ৭।
এমআরবি/