প্রাক্তন প্রেমিকাকে গুগল প্লাসে আমন্ত্রণ করায় প্রেমিক জেলে

Google+

Google+প্রাক্তন প্রেমিকাকে ই-মেইলের মাধ্যমে গুগল প্লাসে যোগদান করার ভার্চুয়াল আমন্ত্রণ জানানোর কারণে ম্যাসাচুসেটসের থমাস গ্যাগনন নামের এক প্রেমিকের জেল হয়েছে। প্রাক্তন প্রেমিকার সাথে কোন ধরনের যোগাযোগ না রাখার আদেশ অমান্য করায় তার জেল হয়। খবর ইন্ডিয়া টুডের।

এবিসি নিউজের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ই-মেইল পাঠানোর মাধ্যমে নিজেকে সংযত রাখার আদেশ অমান্য করায় গ্যাগননের প্রাক্তন প্রেমিকা পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করে।

এবিসির নিউজে বলা হয়েছে, গ্যাগননকে দিন তিনেকের মতো জেলে থাকতে হয়েছে। জরিমানা হিসেবে ৫০০ ডলার দিলে তাকে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গ্যাগননের সাথে যোগাযোগ করা হলে তিনি আমন্ত্রণ পাঠানোর অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার অজ্ঞাতে এই কাজটি করেছে গুগল।