নির্বাচন নিয়ে অতৃপ্তি রয়েই গেছে: শাহনেওয়াজ

  • Emad Buppy
  • January 12, 2014
  • Comments Off on নির্বাচন নিয়ে অতৃপ্তি রয়েই গেছে: শাহনেওয়াজ
shanewaz

shanewazদশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও  প্রধান বিরোধীদল বিএনপি নির্বাচনে না আসায় নির্বাচন নিয়ে অতৃপ্তি রয়েই গেছে বলে মনে করেন নির্বাচন কমিশনার মো.শাহনেওয়াজ।

রোববার বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দশম সংসদ নির্বাচনের সার্বিক মূল্যায়ন প্রসঙ্গে শাহনেওয়াজ বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে  কমিশন ৫ জানুয়ারি নির্বাচন করতে বাধ্য হয়েছিল। কিন্তু এ কথা বলতে হবে বিএনপি নির্বাচনে আসলে নির্বাচন আরও সুন্দর হতো। তারা নির্বাচনে না আসায় কমিশনের অতৃপ্তি রয়ে গেছে।

নির্বাচনী সহিংসতার বিষয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে সহিংসতা হয়েছে। প্রধান বিরোধী দল নির্বাচনে না আসায় এ ঘটনা ঘটেছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপের ফলে সহিংসতা তুলনামূলকভাবে কম হয়েছে।

উপজেলা পরিষদের নির্বাচন সম্পর্ক তিনি বলেন, ১৬ জানুয়ারি স্থগিত আসনের নির্বাচনের পর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সহিংসতায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ সম্পর্কে তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সহিংসতায় আহত এবং নিহত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

কবির