চিনের ১৩ শত বছর পুরনো শহর ১০ ঘণ্টায় পুড়ে ছাই

আগুন

China_Night _fireদক্ষিণ-পূর্ব চিনের পর্যটক-প্রিয় শহর ডিউকজং ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। মাত্র ১০ ঘণ্টার লেলিহান শিখায় ১৩০০ বছরের এই পুরনো শহর ছারখার হয়ে যায়। ভয়াবহ এই অগ্নিকান্ডে ৩০০ বাড়ি-ঘর পুড়েছে। গৃহহীন হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ। খবর দ্যা স্যাক্রেমেন্টো বে ও ফক্স নিউজ ডট কমের।

আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। জানা গেছে শুধু, গতরাত ১টার দিকে প্রথমে একটি গেস্ট-হাউসে আগুন লাগে। প্রচন্ড বাতাসের কারণে মুহুর্তেই তা সারা শহরময় ছড়িয়ে পড়ে। সেনা জাওয়ানদের সহায়তায় দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর China Night fire 2জোর তৎপরতা চালায়। কিন্তু রাস্তা সরু হওয়ার কারণে দমকল ইঞ্জিন না ঢোকায় বালতি ভরে জল এনে তাদের আগুন নেভাতে হয়েছে। ফলে স্থানীয়দের নিয়ে ১০ ঘন্টার বিরতিহীন চেষ্ঠা সত্ত্বেও প্রাচীন শহরের বড় একটা অংশকে রক্ষা করা যায়নি।

আকার-গড়ন-গঠনে অতীত ঐতিহ্য ধরে রেখেছিলো ডিউকজং। শহরের অধিকাংশ বাড়ি কাঠের তৈরি। আর এটাই এই শহরের জন্য কাল হয়েছিলো গতরাতে।