এরশাদ হাসিনার বিশেষ দূত

ershad

ershadতার আক্ষেপ অনেক। নির্বাচনে যাওয়া নিয়ে দফায় দফায় নাটকীয় ঘটনার জন্ম দিয়েও শেষ পর্যন্ত নিজের ইচ্ছার মূল্য পাননি ক্ষমতাসীন দল এবং নিজের দলের নেতা কর্মীদের কাছে। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তাকে চলে যেতে হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। সুপ্ত ইচ্ছেও ছিল আবার রাষ্ট্রপতি হবেন দেশের। তবে তার সে আশা আবারও দূরাশাই রয়ে গেল। তিনি হয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত। আর পদমর্যাদায় এটি মন্ত্রীর সমান।

রোববার বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহনের পরে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টনের পাশাপাশি ঘোষণা করা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নামও।

এ সময় জানানো হয় এরশাদ মন্ত্রীর মর্যাদা নিয়ে শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে থাকবেন।

এরশাদের দল নির্বাচনে যাওয়ার ব্যপারে  আওয়ামী লীগের সাথে কম দরকশাকশি করেনি। তারা মন্ত্রিসভায় ১০টি পদ চেয়েছিলেন।কিন্তু সেখানে তাদের দেওয়া হয়েছে মাত্র চারটি পদ। ধারনা করা হচ্ছে জাপার দাবির আনুপাতিক হার কমাতে এবং এরশাদকে একটা একটা মর্যাদা পূর্ন পদ দিতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।