আম আদমিতে যোগ দিলেন মিলখা সিংয়ের স্ত্রী ও কন্যা

AAPভারতের কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিংয়ের স্ত্রী এবং মেয়ে আম আদমি পার্টিতে যোগদান করেছেন। মিলখা সিং নিজেই গতকাল প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে একথা জানিয়েছেন।

মিলখা জানান, আম আদমির লক্ষ্য এবং সাম্প্রতিক কর্মকান্ডে প্রভাবিত হয়ে তার স্ত্রী নির্মল কৌর এবং মেয়ে মোনা সিং আম আদমির সদস্য ফরম পূরণ করেছেন। তিনি তাদের সিদ্ধান্তের প্রতি সমর্থন না জানালেও সম্মান জানিয়ে বলেছেন, তারা দুজনেই প্রাপ্তবয়স্ক এবং তারা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে বরাবরের মতই মিলখা নিজেকে রাজনীতি থেকে দূরে রাখছেন। মিলখা জানান, আমি চাইলে নেহেরু কিংবা ইন্দিরা গান্ধীর সময়ে রাজনীতিতে যোগ দিতে পারতাম। কিন্তু আমি তা চাই না। আমি এসব থেকে দূরে থাকতে চাই।

উল্লেখ্য উড়ন্ত শিখ বলে পরিচিত মিলখা সিং ভারতের হয়ে তিনবার অলিম্পিকে অংশ নিয়েছেন এবং চারবার এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেছিলেন। অ্যাথলেটে তার অবদানের সীকৃতিস্বরুপ ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করেছিল।