
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও অগ্নি সংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ট্রাইবুনাল গঠন করার দাবিতে প্রতীকী অনশন করেছে আচার্য্য বিবেকানন্দ গোস্বামী আর্ন্তজাতিক সেবাশ্রম।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ প্রতীক অনশনে উপস্থিত ছিলেন- মেজর (অব.) শ্যামলেন্দু কবিরাজ, নিলয় রতন হাওলাদার, সদস্য সচিব বাবুল কৃষ্ণ হাওলাদার, নিত্যরঞ্জন রায়, রামপ্রশাদ মন্ডল, পরিতোষ মিত্র, বিকাশ হাওলাদার, শিশির হালদার, পরিমল ব্রক্ষ্মন, সঞ্জয় মহেশ, সমীর শীল, কার্তিক চক্রবর্তী, সজল শিকদার, দিবস মজুমদারসহ প্রমুখ।
এসএস/এমআর/জেইউ