
সাধারণ মানুষের অভিযোগ শুনে তা সাধ্যমত প্রতিকারের লক্ষ্যে দিল্লীতে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ‘জনতার দরবার’। এজন্য মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার সম্পূর্ণ মন্ত্রীপরিষদ নিয়ে দিল্লীর সেক্রেটারিয়েট ভবন প্রাঙ্গনে সাধারণ্যের মাঝে এসে বসছেন। খবর –ইন্ডিয়া টুডে’র।
জানা গেছে, দিল্লী সিক্রেটারিয়েট ভবনের একপাশে বসেছেন কেজরিওয়াল ও তার মন্ত্রীপরিষদবর্গ এবং ঠিক তার বিপরীত পাশে বসেছেন সাধারণ মানুষ। মুখোমুখী বসে চলছে অভাব-অভিযোগ শোনা ও শোনানোর পর্ব। এর নামই ‘জনতার দরবার’।
জনতার দরবার শুরু হয়েছে আজ ১১ জানুয়ারি শনিবার সকাল সাড়ে নয়টায়। এই বৈঠক সাড়ে এগারোটা নাগাত শেষ হবে বলে জানা গেছে।
এর আগে গতকাল শুক্রবার কেজরিওয়াল ঘোষণা করেন, দিল্লীর পুরো মন্ত্রীপরিষদ জনমানুষের চাওয়া-পাওয়া, দাবি-দাওয়া জানার জন্য এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য শনিবার দিল্লী সেক্রিটারিয়েট ভবন প্রাঙ্গণে বসবে। এভাবে প্রতি সপ্তাহে একবার একজন মন্ত্রী জনতার দরবারের আয়োজন করবেন।
জানা গেছে, আজকের পর কোন একসময় জনতার দরবারে দিল্লীর সমস্যা লাঘবে সাধারণ মানুষের পরামর্শ নেওয়া হবে।