
দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশ তাকে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ, ব্যালট পেপার ও ভোট বাক্স ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত সন্দেহে শুক্রবার ভোর রাতে ইসলামী ছাত্র শিবির নেতা আল মামুন (১৯) গ্রেপ্তার করে পুলিশ।
গত ৫ই জানুয়ারী শতগ্রাম ইউনিয়নে শতগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইটিং অফিসার শিক্ষক মিজানুর রহমান বাদী হয়ে ব্যালট পেপার ও ভোট বাক্স ছিনতাই অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত অজ্ঞাত চার থেকে পাঁচশ জনের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩(৪) ধারায় গত ৭ জানুয়ারী ০৪(০১)১৪নং-মামলা দায়েরের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।