ফরিদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাংচুরের চেষ্টা

  • Emad Buppy
  • January 11, 2014
  • Comments Off on ফরিদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাংচুরের চেষ্টা
Faridpur sreethistombo

Faridpur sreethistomboফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা মোড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাংচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এতে প্রায় ৪০ ফুট লম্বা মোটা স্তম্ভের ওপর ৫ ফুট উচ্চতার মূল স্তম্ভটির হাতে থাকা রাইফেলটির অগ্রের অংশ ভেঙ্গে গেছে। এছাড়া, স্তম্ভটির বুকেও হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পাথর দিয়ে তৈরি হওয়ায় দুর্বৃত্তরা বড় ধরণের ক্ষতি করতে পারে নি।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এম.এ.করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।