বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় শক্তির ‘অপব্যবহার’ করে গঠন করা অবৈধ সরকার নিয়ে সাময়িকভাবে ক্ষমতায় থাকা গেলেও এই অবৈধ সরকারের ক্ষমতা চিরস্থায়ী হবেনা।
শনিবার সন্ধ্যায় অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অবৈধ প্রক্রিয়ায় গঠন করা এ সরকার কোনো দিক থেকেই দেশে-বিদেশে বৈধ সরকার হিসেবে বিবেচিত হবে না। রোববার যে সরকার গঠিত হবে তা হবে মানুষের প্রতিনিধিত্বহীন, স্বৈরাচারী ও একনায়কতন্ত্রের সরকার।
নির্বাচন কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি এমন দাবি করে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে মাত্র ৩-৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বাকি ৯৫-৯৭ শতাংশ ভোট দেয়নি।
তিনি আরও বলেন,রাজনীতি থেকে বিএনপিকে মাইনাস করতে সরকার অপচেষ্টা চালাচ্ছে এবং নির্বাচন-পরবর্তী সহিংসতা চালিয়ে বিরোধীদের ওপর দোষারোপ করছে।
এমআর/