ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

  • Emad Buppy
  • January 10, 2014
  • Comments Off on ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
chittagong

highway_jam১৮ দলীয় জোটের ডাকা টানা অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  টানা অবরোধের পর মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়া এবং ঘন কুয়াশার কারণে গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করতে না পারায় এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতু পর্যন্ত ৬০ কিলোমিটার দীর্ঘ এই যানজটের সৃষ্টি হয়েছে।

নোয়াখালী থেকে ঢাকাগামী যাত্রী মহিউদ্দীন জানান, গত দুই ঘণ্টায় তার গাড়িটি ১০ কিলোমিটার পথও এগোয় নি। বাসও  চলছে থেমে থেমে।

হাইওয়ে পুলিশ জানায়, তারা যান চলাচল স্বাভাবিক রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।