
টাঙ্গাইলে ট্রেন ও বাসের সংঘর্ষে ট্রাকচালক সুজাত আলী (৩৬) ও শ্রমিক নিজাম উদ্দিন (৩০) নামে দুই জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৫ জন। আজ সকাল পৌনে ১০টার দিকে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
বাসাইল থানার ওসি সালাহউদ্দিন মিয়া জানান, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার টেংগুরিয়া পাড়া লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০জন।
জানা যায়, আজ সকাল পৌনে ১০টার দিকে মাটিভর্তি একটি ট্রাক টেংগুরিয়াপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রেনটি ওই ট্রাককে ধাক্কা দিলে এটি রেললাইনের পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালকসহ দুজন মারা যায়। আহতদের টাঙ্গাইল জেনারেল ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।