শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান রাষ্ট্রপতির

  • Emad Buppy
  • January 9, 2014
  • Comments Off on শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান রাষ্ট্রপতির
Hasina-Abdul-Hamid

Hasina-Abdul-Hamidবাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ খান।

আজ বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

সন্ধ্যায় দশম সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান। সেখানে আওয়ামী লীগের সংসদীয় দলের সিদ্ধান্তের কথা শেখ হাসিনা রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পরে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত হন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনকালীন সরকারের স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

এআর