লিটল আই ল্যাব কিনে নিল ফেসবুক

little_eye_lab_facebookভারতের ব্যাঙ্গলোর ভিত্তিক লিটল আই ল্যাব কিনে নিল ফেসবুক। গতকাল বুধবার ভারতীয় স্টার্ট- আপ কোম্পানিটির ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভারতে এই প্রথম কোন প্রযুক্তি প্রতিষ্ঠান কিনে নিল। সমগ্র লিটল আই ল্যাব টিম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে স্থানান্তরিত করা হবে। লিটল আই ল্যাবের প্রধান নির্বাহী কুমার রঙ্গারাজন বলেন, ফেসবুকের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা এক সাথে অ্যাপসগুলোর উন্নয়নে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখব।

স্টার্ট-আপ প্রতিষ্ঠানগুলো সাধারণত পুনুরাবৃত্তিমূলক এবং পরিমাপযোগ্য ব্যবসায়িক কাঠামো অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে থাকে। লিটল আই এর মাধ্যমে সফটওয়্যার ডেভেলাপাররা মোবাইল অ্যাপসের আচরণ এবং সক্ষমতা যাচাই করে থাকেন।

উল্লেখ্য, চার ভারতীয় প্রোগ্রামার ২০১২ সালের আগস্ট মাসে এই ল্যাব প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা সাত জন।