রোববার নতুন মন্ত্রিসভার শপথ

Govt
Govtআগামি রোববার শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একথা জানানো হয়েছে । আজ বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া এ ব্যাপারে ব্রিফিং করবেন।
সচিব সাংবাদিকদের বলেছেন, নতুন মন্ত্রিসভার শপথের মধ্যদিয়ে চলতি মন্ত্রিসভার বিলুপ্তি হবে।

জানা গেছে, এবারের মন্ত্রিসভার আকার ছোট হতে পারে। যারা ভালো ইমেজের প্রথম দফায়  তাদেরকেই মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, বৃহ্স্পতিবার সকালে আওয়ামী লীগের নির্বাচিত এমপিরা শপথ নেন। একইসঙ্গে শপথ নেন জাতীয় পার্টির এমপিরা। নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় আওয়ামী লীগের কয়েকজন এমপি শপথ নিতে পারেননি। শপথ নেননি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

দশম সংসদের ৩০০ আসনের মধ্যে আটটি আসনের ফলাফল স্থগিত আছে। বাকি ২৯২টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ পাঁচ, জাতীয় পার্টি-জেপি এক, তরীকত ফেডারেশন এক, বিএনএফ এক এবং স্বতন্ত্র ১৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচন বর্জন করেছে