যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ বাড়ছে

ADP_National_Employment_Reportগত ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলো ২ লাখ ৩৮ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করেছে। এই সংখ্যাটা নভেম্বর মাসে ছিলো ২ লাখ ২৯ হাজার। এডিপি ন্যাশনাল এমপ্লয়মেন্ট রিপোর্টের বরাত দিয়ে একথা জানিয়েছে আইরিশ এক্সামিনার।

জানা গেছে, ২০১২ সালের নভেম্বরের পর কর্পোরেট প্রতিষ্ঠান কর্তৃক গড়ে প্রতি মাসে ২ লাখ ২৫ হাজার লোক নিয়োগ করা হয়। এর মধ্যে গত ডিসেম্বরে সর্বোচ্চ সংখ্যক লোক নিয়োগ করা হয়েছে। অবশ্য নিয়োগের এই সংখ্যাটা হুট করে বৃদ্ধি পায়নি, বরং বিগত ২১ মাসের ধারাবাহিকতায় তা বৃদ্ধি পেয়েছে।

এডিপি ন্যাশনাল এমপ্লয়মেন্ট রিপোর্টের তরফ থেকে জানানো হয়েছে, চাকরির বাজারে চাঙ্গা অবস্থা বিরাজ করছে। অতীতের যেকোন অর্থনৈতিক পুনরুদ্ধারের চেয়েও অধিক অর্থনৈতিক অগ্রগতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি।

এডিপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত ডিসেম্বর মাসে ১ লাখ ৯৬ হাজার চাকরির সুযোগ তৈরি হয়েছে। যার মধ্যে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলো ১ লাখ ৯৫ হাজার লোকের চাকরির সুযোগ করে দিয়েছে।