
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহম্মেদসহ শীর্ষ ৬ নেতার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বেলা পৌণে ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ আদেশ দেন। তবে তাদেরকে ৭ দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে মতিঝিল থানায় দায়ের করা ৩ মামলায় মোট ২৭ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা।
মামলায় গ্রেপ্তার দেখানো অপর ৫ জন হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারস্টিার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু ও চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
কেএফ