ফরিদপুরের মানুষ এখন আর অবরোধ মানছে না

ফরিদপুর ম্যাপজীবিকার তাগিদে ফরিদপুরের মানুষ এখন আর অবরোধ মানছে না। তারা ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়েছে রাজপথে। শ্রমিকরা পেটের তাগিদে বাধ্য হয়ে গাড়ী চালাতে শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকেই দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে।

লাগাতার অবরোধের কারণে মানুষ এখন অসহায় হয়ে পড়েছে। দেয়ালে পিঠ ঢেকে গেছে তাদের। দীর্ঘদিন ধরে অবরোধ চলায় জমে থাকা কাজের পরিমাণ বেড়ে গেছে। অনেকের আবার জমানো অর্থও শেষ হয়ে গেছে। তাই প্রয়োজনের তাগিদেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে সাধারণ মানুষ। তারা সকল প্রকার ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছে রাস্তায়।

যাত্রীরা বলেন, ঝুঁকি আছে জেনেও যেকোন মূল্যে আমরা কর্মস্থলে যাচ্ছি। অপরদিকে বাস শ্রমিকদের দাবি দুইমাস ধরে ঘরে বসে থেকে উপার্জনহীন শ্রমিকরা এখন আর ঝুঁকির তোয়াক্কা করছে না। তাই পেটের তাগিদেই তারা রাস্তায় নেমে পড়েছে।

আর পরিবহন ব্যবসায়ীদের মতে, মানুষ এখন অবরোধ নিয়ে অধৈর্য হয়ে গেছে। তাই রাস্তায় নেমে পড়েছে তারা। আন্ত:জেলা রুটের পাশাপাশি সিদ্ধান্তক্রমে বৃহস্পতিবার থেকে সরাসরি ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে।

কেএফ/সাকি