
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের রিমান্ড আদেশ ৭ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সাথে রিমান্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন এডভোকেট গোলাম কিবরিয়া, গোলাম মোহাম্মদ চৌধুরি আলাল, হেদায়াত হোসেন, রোবাইয়াত হোসেন ও জাহানারা সরকার।
এর আগে বুধবার রমনা থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় মাহবুবকে বিস্ফোরক মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে নিম্ন আদালত। ঢাকা মুখ্য মহানগর মুখ্য হাকিম এ রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আটক করা হয় মাহবুবকে।
এমআর