বিএনপি চেয়ারপার্সনের আইন উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। এর আগে বুধবার মাহবুবকে বিস্ফোরক মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে নিম্ন আদালত। ঢাকা মুখ্য মহানগর মুখ্য হাকিম এ রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রিমান্ডের এই আবেদন করেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ঠাকুর দাশ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আটক করা হয় মাহবুবকে। সে সময় তিনি সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে‘পাঁচ জানুয়ারির কলংকিত নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথী হিসেব বক্তব্য রেখে বের হচ্ছিলেন।