
দশম জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় তারা শপথের প্রথম পর্ব শেষ হয়। এতে আওয়ামীলীগের সংসদ সদস্যরা শপথ নেন। জাতীয় সংসদে সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
বুধবার নির্বাচন কমিশন সচিবালয় ২৯০ জন বিজয়ী সংসদ সদস্যের একটি গেজেট প্রকাশ করেছে। এর ভিত্তিতেই শপথ অনুষ্ঠিত হয়। প্রথমে আওয়ামলীগের সংসদ সদস্যরা শপথ নেন।পরে পর্যায়ক্রমে জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টিস দল এবং সবশেষে স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেওয়ার কথা।
বেলা সোয়া ১১ টায় জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নেন। তবে পার্টির চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ আজ শপথ নেন নি। তিনি কবে শপথ নেবেন, আদৌ নেবেন কি-না তাও স্পষ্ট নয়। তবে শপথ নেওয়ার জন্য আইন অনুসারে আরও দু’দিন সময় পাবেন তিনি।শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিব আশরাফুল মুকুল। সংবিধানের ৪৮তম ধারা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে এ শপথ অনুষ্ঠিত হয়েছে।