
শুক্রবার শপথ নিচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ বেলা সাড়ে ১২ টার দিকে এ কথা জানিয়েছেন ফিরোজ রশীদ। এছাড়া বিরোধী দল এবং মন্ত্রিসভায়ও থাকবে জাতীয় পার্টি।
এদিকে, এরশাদকে ছাড়াই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন দলের নবনির্বাচিত সদস্যরা।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে তাদেরকে শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
জাপার প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের নেতৃত্বে দলের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার শিরীন শারমিন আওয়ামী লীগের নবনির্বাচিত সদস্যদেরও শপথবাক্য পাঠ করান।
এআর