
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরজেইউ)।
বুধবার বেলা ১২টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সভাপতি ও সোনার দেশের নির্বাহী সম্পাদক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ, সোনার দেশের বার্তা সম্পাদক কাজী শাহেদ, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, আজিজুল হকসহ রাজশাহীতে কর্মরত অন্য সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলা এটা কোন নতুন ঘটনা নয়। স্বাধীনতার আগে থেকে শুরু করে বিভিন্ন সময়ে তারা নির্যাতিত হয়েছে। মানববন্ধন করে হামলা বন্ধ করা যাবে না। সরকারকেই সংখ্যালঘুদের উপর হামলা বন্ধের উদ্দ্যোগ নিতে হবে।
এদিকে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ। গতকাল বুধবার সকাল ১১ টার দিকে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ইআর/