রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নসিমনের ধাক্কায় স্কুলছাত্র নাঈম ইসলাম (৬) নিহত হয়েছে। নাঈম উপজেলার রৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। সে নুরুল ইসলামের ছেলে। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী রাজশাহী-দুর্গাপুর সড়ক অবরোধ করে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা ১০/১২টি যানবাহন ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে রৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম ইসলাম স্কুল ছুটি শেষে বই হাতে নিয়ে বাড়ি ফিরছিল। স্কুল থেকে রাজশাহী-দুর্গাপুর সড়কে উঠামাত্র একটি যাত্রীবাহী নসিমন এসে তাকে ধাক্কা দেয় নাঈমকে। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় নাঈম। এ সময় স্থানীয় লোকজনকে ছুটে আসতে দেখে চালক নসিমন রেখেই পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা হাতে নিয়ে সড়ক অবরোধ করে এবং রাস্তায় নসিমন চালকদের দেখামাত্র ধরে ধরে পেটাতে থাকে। এ সময় তারা নসিমন মোটরসাইকেলসহ ১২টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নাইম ইসলাম নিহতের ঘটনায় এলাকাবসী বিক্ষুব্ধ হয়ে কয়েকটি যানবাহনে ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইআর