বিএনপি চেয়ারপারসনের আইন উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার দেশের সকল আইনজীবী সমিতির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে সুপ্রিমকোর্টে বার কাউন্সিল আয়োজিত সভাপতি এ জে মোহাম্মদ আলী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা করেন।
এ সময় তিনি দাবি করেন, সরকারের নির্দেশে এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আইন-শৃংখলা বাহিনী গ্রেপ্তার করেছে। এর মধ্য দিয়ে সরকার আইনের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছে।
এ সময় তারা খন্দকার মাহবুবের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এমআর