
নিয়ইয়র্কে প্রবাসী বাংলাদেশি মহিউদ্দিন মাহমুদ দুলাল (৫৭) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। সোমবার দিবাগত রাতে ব্রুকলিনের ৫৪৬ নম্বর ম্যাকডোনাল্ড এভিনিউতে নিজ বাসভবনে বেসমেন্টে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা।
জানা গেছে, চট্রগ্রামের সন্দ্বীপের রহমতপুরের কারগিল গভর্নমেন্ট হাইস্কুলের অবসবপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ হোসেনের বড় ছেলে দুলাল এখান থেকে ২০ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানে স্ত্রী ও ৩ সন্তান নিয়ে বসবাস করছেন।
ঘটনার পর থেকে দুলালের বাড়িতে ভাড়াটিয়া নোয়াখালীর বেগমগঞ্জের রাসেল পলাতক রয়েছেন।
তবে পুলিশ হত্যাকান্ডের কারণ এখনও জানাতে পারেনি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আমরা বলতে পারবো কি কারণে হত্যাকান্ড ঘটেছে।