বিশ্বে সর্বোচ্চ নারী ধূমপায়ীদের তালিকায় দ্বিতীয় স্থানে ভারত

  • sahin rahman
  • January 8, 2014
  • Comments Off on বিশ্বে সর্বোচ্চ নারী ধূমপায়ীদের তালিকায় দ্বিতীয় স্থানে ভারত
Women-smoking

Women-smokingভারতে নারী ধূমপায়ীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। বর্তমানে ভারতে নারী ধূমপায়ীদের সংখ্যা রয়েছে এক কোটি ২১ লাখেরও বেশি। যুক্তরাষ্ট্রের পরই ভারতের স্থান। এতে বিশ্বে সর্বোচ্চ নারী ধূমপায়ীর তালিকায় দেশটি দ্বিতীয় অবস্থানে ওঠে আসে।

বুধবার আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের এক সাময়িকীতে প্রকাশিত ১৮৭ টি দেশে পরিচালিত ‘স্মোকিং প্রিভিলেন্স অ্যান্ড সিগারেট কনজামশন, ১৯৮০-২০১২ নামক এক জরিপে এ তথ্য তুলে ধরেছে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮০ সালে থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতে নারী ধূমপায়ীদের সংখ্যা স্থিতিশীল থাকলেও ২০১৩ সালে তা বেড়ে গেছে। দেশটিতে প্রতিবছর এক মিলিয়ন মানুষ প্রতিদিন গড়ে ৮ দশমিক ২ টি সিগারেট খায়। এতে আরও বলা হয়, ভারতে স্বাস্থ্য ঝুকিঁর তৃতীয় কারণ হচ্ছে এই সিগারেটের ধোঁয়া।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে একসময় নারীদের তুলনায় পুরুষ ৮ গুণ বেশি ধূমপান করতো। বর্তমানে দিনে একজন নারী গড়ে যেখানে ৭টি সিগারেট খায় সেখানে একজন পুরুষ গড়ে ৬ দশমিক ১টি সিগারেট গ্রহণ করে। ২১ শতাংশ পুরুষ যেখানে ধূমপায়ী সেখানে ৩ শতাংশ নারী ধূমপায়ী। এছাড়া ভারতে একজন পুরুষ যেখানে গড়ে ১৮ দশমিক ৮ বছরে ধূমপান করা শুরু করে তখন নারীরা শুরু করে ১৭ দশমিক ৫ বছরে।

গবেষণায় দেখা গেছে, বিশ্বে সর্বোচ্চ নারী ধূমপায়ীদের তালিকায় দ্বিতীয় স্থানে ভারত। এতে আরও বলা হয়, ১৯৮০ থেকে ২০১২ সালের মধ্যে ভারতে পুরুষ ধূমপায়ীদের সংখ্যা ৩৩ দশমিক ৮ শতাংশ থেকে ২৩ শতাংশে নেমে এসেছে।

এছাড়া বিশ্বে ‘১২ সালে ৯৬ কোটি ৭০ লাখ ধূমপান করে। ’৮০ সালে যা ছিল ৭২ কোটি ১০ লাখ। ১৯৮০ সালে বিশ্বে দৈনিক প্রতি ১০ জনে একজন নারী এবং ৪ জন পুরুষ ধূমপান করেন। ২০১৩ সালে এসে তা কমে ১০ জনে ৩ জন পুরুষ এবং ২০ জনে একজন  নারীতে দাঁড়িয়েছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

এসআর/ এআর