নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কাল

  • Emad Buppy
  • January 8, 2014
  • Comments Off on নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কাল
parlament

parlamentনবনির্বাচিত দশম জাতীয় সংসদ সদস্যদের শপথ আগামিকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব জয়নাল আবেদীন। এর আগে নির্বাচন কমিশন সচিবালয় ২৯০ জন বিজয়ী সংসদ সদস্যের একটি গেজেট প্রকাশ করেছে।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নামের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার দুপুর ২ টার দিকে বিজয়ীদের ২৯০ আসনের এই গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তিন দিনের মাথায় প্রকাশিত হয় এই গেজেট। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সংবিধানের ১৪৮(২)ক অনুচ্ছেদে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৪৭টিতে ৫ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৮টি আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি ১৫৩টি আসনের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩২টি, জাতীয় পার্টি ৩৩টি, ওয়ার্কার্স পার্টি ৬টি, জাসদ ৫টি, জেপি ১টি, তরীকত ফেডারেশন ১টি, বিএনএফ ১টি, এবং স্বতন্ত্র/বিদ্রোহী প্রার্থীরা ১৩টি আসনে জয় লাভ করে।