
রাজনীতির আকাশে উদয় হওয়া নতুন দল বিএনএফ। বর্তমানে ইসির নিবন্ধিত ৪০ তম দল হিসেবে এবারের দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই দল থেকে মোট ২২ প্রার্থী নির্বাচনে অংশ নেয়। দলটির প্রধান সমন্বয়ক এস এম আবুল কালাম আজাদই কেবল নির্বাচনে জয় লাভ করেছে।
নির্বাচনের ফলাফল থেকে দেখা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনএফের ১৭ জন প্রার্থী জমা পড়া মোট ভোটের আট ভাগের একভাগ ভোটও পান নি। শুধু মাত্র দলটির প্রধান সমন্বয়ক এস এম আবুল কালাম আজাদ ঢাকা-১৭ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ৪৩ হাজার ৫৮৫টি ভোট পেয়েছেন। তবে এ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না। তার নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে মাঠে ছিল স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান মৃধা। তিনি পেয়েছেন ৪ হাজার ৪৬ ভোট। এক রকম ফাঁকা মাঠেই তিনি গোল দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকী সকল প্রার্থীরা মোট ভোটের ৮ ভাগেরও কম ভোট পেয়েছেন।
গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী কোনো প্রাথী মোট প্রদত্ত ভোটের কমপক্ষে আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এবার প্রার্থীদের জামানত ছিল ২০ হাজার টাকা।
বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনএফের যারা জামানত হারাচ্ছেন তারা হলো-
মাগুড়া ১ আসনঃ কে এম মোতাসিম বিল্লা। তিনি ভোট পেয়েছেন ৬৫৫ টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ১০৫১৫০।
বাগেরহাট ৪ আসনঃ মো সাখাওয়াত হোসেন ভোট পেয়েছেন ৩০৫টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ১০৪২৭৫টি।
বরগুনা ১ আসনঃ মো খলিলুর রহমান খান ভোট পেয়েছেন ৫১২টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ১৫২১৪৪টি।
টাঙ্গাইল ৫ আসনঃ মো আতাউর রহমান খান ভোট পেয়েছেন ২৪৫টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ১২৯৫৭২।
ঢাকা ১৬ আসনঃ মো খালিদ হোসেন ভোট পেয়েছেন ৭২৮টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ৬২৮৮৯।
ঢাকা ১৮ আসনঃ মো আতিকুর রহমান নাজিম ভোট পেয়েছেন ৬৪১৭টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ১৬৯১৭২।
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনঃ মো হাবিবুর রহমান ভোট পেয়েছেন ১২৩টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ৬৯৬৬১।
ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনঃ মো জহিরুল হক ভূঁইয়া ভোট পেয়েছেন ৪৬২২টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ২৮৪৭২৬।
চট্রগ্রাম ৯ আসনঃ মো জহিরুল হক ভূঁইয়া ভোট পেয়েছেন ১৭৬২টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ৮৮১৫৫।
চট্রগ্রাম ১৩ আসনঃ নারায়ন রক্ষিত ভোট পেয়েছেন ১৯৫৪টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ১৮৮১১৬।
চট্রগ্রাম ১৫ আসনঃ আলহাজ জয়নাল আবেদীন কাদেরী ভোট পেয়েছেন ৪৪৪৮টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ১০৭৫০৩।
ঝিনাইদহ ২ আসনঃ মো মমিনুল ইসলাম ভোট পেয়েছেন ৩১১টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ৪৮৮৭৮।
কুষ্টিয়া ৩ আসনঃ রকিব উর রহমান খান চৌধুরী ভোট পেয়েছেন ৬৪১১টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ১১৪৪১১।
যশোর ৬ আসনঃ প্রশান্ত বিশ্বাস ভোট পেয়েছেন ১৩২৮টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ৫৭৫০১।
পটুয়াখালী ৩ আসনঃ এ ওয়াই এম কামরুল ইসলাম ভোট পেয়েছেন ৩১০৫টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ১৬০৬৩৪ টি।
বরিশাল ৪ আসনঃ আঞ্জুমান সালাহ উদ্দিন ভোট পেয়েছেন ৫৬২৯টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ১৮৮২৩০।
সুনামগঞ্জ ৫ আসনঃ মোহাম্মদ আশরাফ হোসেন ভোট পেয়েছেন ৩২৬৪টি। এ আসনে মোট প্রদত্ত ভোট ১৬৮৯৮৪।
কবির