ইবিতে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন

kiuকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হরতাল ও অবরোধের সমর্থনে ছাত্রদল নেতাকর্মীদের একটি মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন লাগানো হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিলটি প্রশাসন ভবন হয়ে ডরমেটরির সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের মিছিল থেকে অনুষদ ভবন ও প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা ডরমেটরির সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের আনানেয়ার কাজে ব্যবহৃত একটি গাড়ি গ্যারেজ থেকে বের করে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটি পুড়ে যায়।কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান গাড়িতে আগুন লাগানোর বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

ইআর