৫০০ কোটির নতুন ক্লাবে ধুম থ্রি !

dhoom 3অতীত পেরিয়ে ভবিষ্যতের পথে ছুটে চলেছে ধুম থ্রি। শাহরুখ-সালমান-হৃতিকের কোন ইতিহাসই অক্ষত রাখেনি হার্টথ্রুব আমিরের এই মাস্টারপিস। সর্বশেষ বলিউডে ৫০০ কোটি রুপির নতুন ক্লাব চালু করল এই এ্যাকশন থ্রিলার। গতকাল ধুম থ্রির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মের পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রসের।

এই বিবৃতিতে বলা হয়, গত ২০শে ডিসেম্বর মুক্তি পাওয়ার পর ছবিটি এই পর্যন্ত ভারতে ৩৫১ দশমিক ২৯ কোটি রুপি এবং ভারতের বাইরে ১৫০ দশমিক ০৬ কোটি রুপি আয় করেছে। অর্থাৎ ধুম সিরিজের ৩য় এই ছবির সর্বমোট আয় ৫০১ দশমিক ৩৫ কোটি রুপি।

বলিউডে ৫০০ কোটির আর কোন ইতিহাস নেই, এমনকি ৪০০ কোটিরও কোন ছবি নেই। সর্বোচ্চ আয়ের দিক থেকে অন্যান্য ছবির মধ্যে চেন্নাই এক্সপ্রেস ৩৯৫ কোটি রুপি, থ্রি ইডিয়টস ৩৯২ কোটি রুপি এবং এক থা টাইগার ৩১০ কোটি রুপি আয় করেছিল।