
প্রহসনের নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের আজ দ্বিতীয় দিন চলছে। হরতালে আজ কোথাও কোনো সহিংসতা বা পিকেটিংয়ের খবর পাওয়া যায় নি। এই হরতাল চলবে বুধবার ভোর ছয়টা পর্যন্ত। হরতালের পাশাপাশি ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত অনির্দিষ্টকালের অবরোধও চলছে।
গত রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এক সংবাদ সম্মেলনে ১৮ দলীয় জোটের পক্ষে এই ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়েছিলেন।
হরতালে আজ ভোর থেকে সড়ক-মহাসড়কগুলোতে অল্পসংখ্যক মালবাহী ট্রাক ছাড়া দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায় নি। নাশকতার আশঙ্কায় নগরীর মোড়ে মোড়ে মোতায়েন আছে নিরাপত্তাবাহিনীর অতিরিক্ত সদস্য। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও র্যাবের সদস্যরা অবস্থান করছে।
তবে, ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন গতকাল রাত সাড়ে ১২টায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় ফেনীতে এক কাভার্ডভ্যানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে একজন মারা যায়।