সহিংসতা গণতন্ত্রের ভাষা নয়, সন্ত্রাসের ভাষা: সিইসি

  • Emad Buppy
  • January 7, 2014
  • Comments Off on সহিংসতা গণতন্ত্রের ভাষা নয়, সন্ত্রাসের ভাষা: সিইসি
CEC

CECসহিংসতা গণতন্ত্রের ভাষা নয়, এটা সন্ত্রাসের ভাষা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রোল বোমা ও আগুনে দগ্ধ প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের দেখতে এসে এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

এ সময় সিইসি বলেন, নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, যারা সহিংসতার ঘটনায় আহত হয়েছেন তারা রাজনৈতিক দলের কেউ নন, তারা সরকারি কর্মকর্তা-কর্মচারী।

দশম জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় এ পর্যন্ত ঢামেকে’র বার্ন ইউনিটে ৩ পুলিশ ও প্রিজাইডিং অফিসারসহ ৩৮ জন ভর্তি হয়েছেন।

কেএফ