
সহিংসতা গণতন্ত্রের ভাষা নয়, এটা সন্ত্রাসের ভাষা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ। মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রোল বোমা ও আগুনে দগ্ধ প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের দেখতে এসে এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
এ সময় সিইসি বলেন, নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়া হবে।
তিনি আরও বলেন, যারা সহিংসতার ঘটনায় আহত হয়েছেন তারা রাজনৈতিক দলের কেউ নন, তারা সরকারি কর্মকর্তা-কর্মচারী।
দশম জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় এ পর্যন্ত ঢামেকে’র বার্ন ইউনিটে ৩ পুলিশ ও প্রিজাইডিং অফিসারসহ ৩৮ জন ভর্তি হয়েছেন।
কেএফ