
বিশ্বের সবচেয়ে বৃহৎ মোবাইল ফোন ও টিভি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রনিক্স পণ্যের মুনাফা গত বছরের চতুর্থ প্রান্তিকে কমেছে বলে জানিয়েছে কোম্পানিটির কর্তৃপক্ষ। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বরে) তাদের মুনাফা ৭৮০ কোটি ডলার হতে পারে বলে জানায় স্যামসাং কর্তৃপক্ষ। যা আগের প্রান্তিকের তুলনায় ১৮ শতাংশ কম এবং গত বছরের এই সময়ের তুলনায় ৬ শতাংশ কম।
মুনাফা কমে যাওয়ার পেছনে কি কারণ হতে পারে এ বিষয়ে কিছু জানায়নি স্যামসাং। তবে কোম্পানির প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, বিশ্ববাজারে স্যামসাংয়ের স্মার্টফোন কম বিক্রি হওয়ায় এই মুনাফার কম হওয়ার মূল কারণ।
স্যামসাংয়ের কনসাল্টিং বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মেনোজ মেনন বিবিসিকে জানান, স্যামসাংয়ের স্মার্টফোন বাজারে যে পরিমাণে ছাড়া হয়েছে সে তুলনায় বিক্রি হয়নি।পণ্যর দাম বেশি হওয়ায় এই মুনাফা কম হতে পারে বলে তিনি মনে করেন।
এসআর/