রাজনৈতিক অস্থিরতায় খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়েছে

food-inflation

food-inflationদেশের খাদ্যখাতে মূল্যস্ফীতি আবারও বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব মতে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ শতাংশ। খাদ্য বহির্ভূত খাতে এই মাসে নভেম্বরের তুলনায় মূল্যস্ফীতি সামান্য কমলেও সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে ৭ দশমিক ৩৫ শতাংশ হয়েছে। যা আগের মাসে ছিল ৭ দশমিক ১৫ শতাংশ।

বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে  মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন।

এসময় তিনি মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেন। তিনি বলেন, ‘মূলত রাজনৈতিক অস্থিরতার কারণেই ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। রাজনৈতিক অস্থিরতায় প্রতিটি ক্ষেত্রেই পণ্য পরিবহন ব্যাহত হয়, যার প্রভাব মূল্যস্ফীতিতে পড়ে।’

পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে খাদ্য মূল্যস্ফীতি নভেম্বরের ৮ দশমিক ৫৫ শতাংশ থেকে বেড়ে ৯ শতাংশ হয়েছে। তবে খাদ্য বহির্ভূত খাতে ডিসেম্বরে মূল্যস্ফীতি সামান্য কমেছে। নভেম্বরের ৫ দশমিক ০৮ শতাংশ থেকে কমে হয়েছে ৪ দশমিক ৮৮ শতাংশ।

তবে সব মিলিয়ে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫ শতাংশ। যা নভেম্বরে ছিল ৭ দশমিক ১৫ শতাংশ।

সব মিলিয়ে গত এক বছরে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৩ শতাংশ, যা আগের বছর ৬ দশমিক ২২ শতাংশ ছিল।

তবে চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে।

এভাবে মূল্যস্ফীতি বাড়তে থাকলেও তা দুই অংকে পৌঁছানোর বিষয়টি নাকোচ করে দিয়েছেন বিবিএস মহাপরিচালক।