
বীরশ্রেষ্ট আব্দুর রউফের মাতা বেগম মকিদুন্নেছাকে (৮০) সম্মান জানিয়েছেন ফরিদপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
মঙ্গলবার বিকালে নবাগত জেলা প্রশাসক বীর মাতার মধুখালী উপজেলার কামারখালীর বাড়ীতে গিয়ে তার (বীরমাতা) সাথে সাক্ষাত করেন।
এসময় তিনি (জেলা প্রশাসক) বীর মাতাকে গরম কাপড় হিসেবে একটি চাদর, নগদ অর্থ ও ফলমুল দিয়ে সম্মান জানান। জেলা প্রশাসক বেশ কিছু সময় বীর মাতার সাথে কাটান। এসময় বীর মাতা মকিদুন্নেছা বলেন, যুদ্ধে এক সন্তান হারালেও স্বাধীন দেশে অনেক সন্তান পেয়েছি। স্বাধীন বাংলাদেশে বাস করছি ভেবে গর্ব হয়।
পরে জেলা প্রশাসক বীরশ্রেষ্ট আব্দুর রউফের স্মৃতি যাদুঘরে যাতায়াতের একমাত্র সড়কটির ভেঙ্গে যাওয়া অংশ পরিদর্শন করেন। জেলা প্রশাসক স্থাণীয় জনতাকে আগামী দু’মাসের মধ্যে নদী ভাঙ্গনের মুখে পড়ে ভেঙ্গে যাওয়া সড়কটি পূননির্মাণের ও নদী ভাঙ্গন রোধের আশ্বাস দেন।
এসময় অন্যদের মধ্যে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, নিবার্হী ম্যাজিস্ট্রেট মন্দিপ ঘড়াই, কামারখালীর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
সাকি/