নরসিংদীতে গণপিটুনিতে এক ডাকাত নিহত

  • Emad Buppy
  • January 7, 2014
  • Comments Off on নরসিংদীতে গণপিটুনিতে এক ডাকাত নিহত
norsingdi

norsingdiনরসিংদীতে পৃথক দু’টি ডাকাতির ঘটনায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতরা এক আনসার সদস্যের রাইফেলসহ মালামাল লুট করেছে। সোমবার গভীর রাতে সদর উপজেলার খিলগাঁও গ্রামে ও রায়পুরার মরজালে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল অফিসের কোয়ার্টারে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্গীর বাদশা জানান, রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খিলগাঁও গ্রামে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ  ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে ডাকাতি শুরু করলে এলাকাবাসী হাতেনাতে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।

অপরদিকে, সোমবার রাত ১টার দিকে ডাকাতদল নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল অফিসের নিরাপত্তা কর্মীদের মারধর করে বেঁধে রেখে একটি রাইফেল লুট করে। পরে আবাসিক কোয়ার্টারের তিনটি বাসায় হানা দিয়ে পৌণে দুইলাখ টাকা ও ২২ ভরি স্বর্নালংকারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।