
নরসিংদীতে পৃথক দু’টি ডাকাতির ঘটনায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। ডাকাতরা এক আনসার সদস্যের রাইফেলসহ মালামাল লুট করেছে। সোমবার গভীর রাতে সদর উপজেলার খিলগাঁও গ্রামে ও রায়পুরার মরজালে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল অফিসের কোয়ার্টারে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্গীর বাদশা জানান, রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খিলগাঁও গ্রামে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে ডাকাতি শুরু করলে এলাকাবাসী হাতেনাতে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।
অপরদিকে, সোমবার রাত ১টার দিকে ডাকাতদল নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল অফিসের নিরাপত্তা কর্মীদের মারধর করে বেঁধে রেখে একটি রাইফেল লুট করে। পরে আবাসিক কোয়ার্টারের তিনটি বাসায় হানা দিয়ে পৌণে দুইলাখ টাকা ও ২২ ভরি স্বর্নালংকারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।