দিনাজপুরের প্রবীণ সাংবাদিক আব্দুল বারী আর নেই

  • Emad Buppy
  • January 7, 2014
  • Comments Off on দিনাজপুরের প্রবীণ সাংবাদিক আব্দুল বারী আর নেই
dinajpur

dinajpurদিনাজপুরের প্রবীণ সাংবাদিক ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আ হ ম আবদুল বারী গতকাল বিকেল সাড়ে ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্না….. রাজেউন)।

দিনাজপুরের এই বর্ষীয়ান সাংবাদিক দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার বিকেল ৪টায় শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার (কাঞ্চনব্রিজ) নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ১৯৬০ সালে তিনি সাংবাদিকতা শুরু করেন। তৎকালীন দৈনিক পাকিস্তান পরবর্তীতে দৈনিক বাংলা, বাংলাদেশ বেতার এবং সর্বশেষ ডেইলি নিউএজ এর দিনাজপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন কলম সৈনিক  হিসেবে সাহসিকতার পরিচয় দেন। তিনি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ছিলেন এবং দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা আহবায়ক ছিলেন।

গতকাল সোমবার বাদ এশা বালুয়াডাঙ্গা দোতলা মসজিদে প্রথম জানাজা ও রাত সাড়ে ৮ টায় দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গনে দ্বিতীয় জানাজার পর মরহুমকে ফরিদপুর গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।