
ঘন কুয়াশার হাড়কাঁপানো শীতে ঠাকুরগাঁওয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার ভোর থেকেই কুয়াশা ও হিমেল হাওয়া বইছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ১ শিশু মারা গেছে। শিশুটির বয়স আঠারো মাস। সিভিল সার্জন ডা. আফজাল হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্ট শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ১৮৬ শিশু। তবে রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহকৃত ওষুধ পাওয়া যাচ্ছে না।
কেএফ