ঝিনাইদহে বিএনপির ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে ৩ মামলা

  • Emad Buppy
  • January 7, 2014
  • Comments Off on ঝিনাইদহে বিএনপির ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে ৩ মামলা
zinaidho

zinaidhoঝিনাইদহের কোটচাঁদপুরে ভোটকেন্দ্রে সহিংসতা ঘটনোর দায়ে ৮১ জনের নাম উল্লেখসহ ১৮ দলীয় জোটের ৭০০ নেতাকর্মীর নামে পুলিশ ৩টি মামলা দায়ের করেছে।

জানা যায়, ঝিনাইদহের কোটচাঁদপুর ভোটকেন্দ্রে সহিংসতা ঘটনোর দায়ে ৮১ জনের নাম উল্লেখসহ ১৮ দলীয় জোটের ৭০০ জন নেতাকর্মীর নামে পৃথক ৩টি মামলা দায়ের করেছে পুলিশ। গতরাতে কোটচাঁদপুর থানার এসআই মিলন কুমার ঘোষ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

কোটচাঁদপুর থানার ওসি শাহজাহান আলী জানান, ভোটের আগের দিন কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া, বলাবাড়িয়া ও পাচপাতিলা ভোটকেন্দ্রে হামলা করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। তারা ভোটকেন্দ্রে আগুন দেয় এবং ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়।

এ সময় তারা ৩ পুলিশকে কুপিয়ে গুরুতর আহত করে। তবে এসব মামলায় এখনো কেউ আটক হয় নি বলে জানিয়েছে পুলিশ।

কেএফ